স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : শুক্রবার থেকে রাজ্যের প্রধান রেফারেরল হসাপাতাল জিবি হসাপাতালে নতুন এক সুপারস্পেশালিটি পরিষেবা চালু হয়েছে। এইদিন জিবি হাসপাতালে পেইন ক্লিনিক-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রতিমা ভৌমিক ফিতা কেটে এই পেইন ক্লিনিকের উদ্বোধন করেন। সাথে ছিলেন জিবি হাসপাতালের এমএস, ডেপুঁটি এমএস সহ অন্যান্যরা।
পেইন ক্লিনিকের উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এই নতুন পেইন ক্লিনিক ঘুরে দেখেন এবং সেখান থেকে পরিষেবা গ্রহন করেন।জিবি হাসপাতালের এন টি এইচ -২ বিল্ডিং এর ও পি ডি টিকিট কাউন্টারের উপরের তলায় সার্জারী ও পি ডি -র পাশে ৪৬ নং রুমে এই নতুন পেইন ক্লিনিক চালু করা হয়েছে। আপাতত সপ্তাহে দুইদিন অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার ও পি ডি টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে রোগীরা এই পেইন ক্লিনিক থেকে পরিষেবা গ্রহণ করতে পারবে। ডাক্তার রাজেশ চৌধুরী, এম ডি এই দুইদিন পেইন ক্লিনিকে রোগী দেখবেন। যাদের কোন ইন্টারভেনশন প্রয়োজন হবে- তাদের সপ্তাহে একদিন পেইন ওটি -তে নিয়ে সেই প্রক্রিয়া করা হবে। এইদিন জিবি হাসপাতালে পেইন ক্লিনিকের সুচনা করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাজ্যের মানুষের জন্য একটা আনন্দের সংবাদ। জিবি হাসপাতালে চালু করা হয়েছে পেইন ক্লিনিক। প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার এই ক্লিনিক থেকে পরিষেবা গ্রহণ করা যাবে। চাহিদা আনুজায়ি আগামিদিনে এই ক্লিনিকের পরিষেবা আরও বৃদ্ধি করা হবে বলে জানান তিনি। পেইন ক্লিনিক পরিষেবা একটা সুপারস্পেশালিটি পরিষেবা। যেখানে অত্যাধুনিক গবেষণালব্ধ উপায়ে বিভিন্ন ইন্টারভেনশন এবং ঔষধের মাধ্যমে যেকোনো ক্রনিক ব্যাথার চিকিৎসা করা হয়। কোমড় ব্যাথা, ঘাড়ে ব্যাথা, বিভিন্ন বাতের ব্যাথা, ক্যান্সারের ব্যাথা, অস্থি-পেশী ও স্নায়ুজনিত যেকোনো ব্যাথার চিকিৎসা এই ক্লিনিকে অত্যাধুনিক উপায়ে করা হবে। উল্লেখ্য দেশের খুব কম হাসপাতালে এই সুপারস্পেশালিটি পরিষেবা চালু রয়েছে। বর্তমানে রাজ্যের মানুষ এই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবে জিবি হাসপাতালের পেইন ক্লিনিক থেকে।