Monday, March 17, 2025
বাড়িরাজ্যশিক্ষকের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ ছাত্রছাত্রীদের

শিক্ষকের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ ছাত্রছাত্রীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর :  দিকে দিকে শুরু হয়েছে শিক্ষক স্বল্পতার প্রতিবাদ। রাস্তায় নামতে বাধ্য হচ্ছে ছাত্র-ছাত্রীরা। শুক্রবার আসাম – আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে পানিসাগর বিলথৈ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়ারা। তাদের অভিযোগ বিদ্যালয়ের এমনিতেই শিক্ষকের অভাব। উপরন্তু চলছে শিক্ষক বদলি। সম্প্রতি স্কুলে রসায়ন বিজ্ঞানের শিক্ষককে স্কুল থেকে বদলি করে দেওয়া হয়েছে।

ফলে স্কুলের শিক্ষা ব্যবস্থা দিন দিন লাটে উঠছে। অপরদিকে স্কুল সকাল ১১ টা থেকে না করে সকাল আটটা থেকে করা হয়েছে। ফলে নিয়মিত স্কুলে আসতে পারছে না ছাত্রছাত্রীরা। তাই অবশেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভের শামিল হয় তারা। তাদের দাবি অবিলম্বে স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে এবং স্কুলের সময় ৮ টার পরিবর্তে ১১ টা থেকে করতে হবে। না হলে পুনরায় আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন ছাত্র-ছাত্রীরা। খবর পেয়ে ছুটে আসে শিক্ষা দপ্তরে আধিকারিকেরা এবং পুলিশ প্রশাসন। বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য