Friday, March 21, 2025
বাড়িরাজ্যমিড ডে মিলে খাবার ঘিরে বিক্ষোভ স্কুলে

মিড ডে মিলে খাবার ঘিরে বিক্ষোভ স্কুলে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর :  খাবার অযোগ্য চাল দিয়ে এবং বিভিন্ন বিষাক্ত পোকা মাকড় যুক্ত নষ্ট চাল দিয়ে ভাত রান্না করে স্কুলের ছাত্র ছাত্রীদের খাওয়ানো হচ্ছে মিড ডে মিলের খাবার। স্কুলের এই ভাত খেয়ে ছাত্র ছাত্রীরা প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছে বলে অভিভাবকরা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে স্কুল চত্বরে বিক্ষোভ দেখায় শুক্রবার। অভিযোগ কৈলাসহরের আকতাপাড়া জুনিয়র বেসিক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কৈলাসহরের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত এই স্কুল।

 মোট একশো তিনজন ছাত্র ছাত্রী রয়েছে স্কুলে। গত দেড় মাস ধরে স্কুলের ছাত্র ছাত্রীরা বাড়ি গিয়ে পেটে ব্যাথায় অসুস্থ হয়ে পড়ছে। গত কয়েকদিন ধরে স্কুলের ছাত্র ছাত্রীরা স্কুলে মিড ডে মিল না খেয়ে বাড়ি ফিরছে। অভিভাবকরা নিজের ছেলে মেয়েদের জিজ্ঞেস করে জানতে পারেন, স্কুলে নোংরা বিষাক্ত চাল রান্না করে ভাত খাওয়ানো হচ্ছে। অভিভাবকরা শুক্রবার স্কুলে এসে স্ব-চোক্ষে দেখে উত্তেজিত হয়ে উঠেন। অভিভাবকরা স্কুলের ইনচার্জ হরকুমার মালাকারকে জিজ্ঞেস করেন, কেন এরকম খাবার অযোগ্য চাল রান্না করে ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হচ্ছে? স্কুলের ইনচার্জ জানান, স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এবং এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য নাকি বলেছেন এই চাল খাওয়ানোর জন্য। অভিভাবকরা আরও জানান যে, স্কুলের নোংরা জল দিয়ে প্রতিদিন রান্না করে ছাত্র ছাত্রীদের খাওয়ানো হচ্ছে এবং স্কুলের ছাত্র ছাত্রীদেরকেও এই নোংরা জলকে পানীয়জল হিসেবে দেওয়া হচ্ছে। ছাত্র ছাত্রীরাও এই নোংরা জলকে পানীয়জল হিসেবে খাচ্ছে বলে জানান অভিভাবকরা।

এ বিষয়ে স্কুলের ইনচার্জ হরকুমার মালাকারকে জিজ্ঞেস করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যকে তিনি এব্যাপারে কয়েকবার জানানোর পরও একবারের জন্যও তারা স্কুলে এসে চালের অবস্থা দেখে যান নি। তাই, উনার পক্ষে কিছুই করার নেই। তবে, দপ্তরের পক্ষ থেকে এব্যাপারে কোনো ধরনের উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন অভিভাবকেরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য