Saturday, March 22, 2025
বাড়িরাজ্যরাতভর সন্ত্রাস বিশালগড়ে, শুক্রবার ছুটে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

রাতভর সন্ত্রাস বিশালগড়ে, শুক্রবার ছুটে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর :  নির্বাচন যতই এগিয়ে রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা ভাইরাসের মধ্যে ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার দুপুরে সিপিআইএমের এক মিছিলকে কেন্দ্র করে বিশালগড় হাসপাতালের সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। সেখানে বিজেপি এবং সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুরুত্ব আহত হয় বেশ কয়েকজন। কিন্তু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করে। শুক্রবার জেলা পুলিশ সুপারের সাথে দেখা করতে ছুটে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ঘটনার বিবরণে জানা যায়, রাতে বিশালগড়ে বিভিন্ন জায়গায় ভাংচুর হয় বেশ কয়েকজন বিরোধী দলের কর্মীদের বাড়িতে। আগুনে জ্বালিয়ে দেওয়া হয় একটি বাইক ও একটি গাড়ি। রাতে বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে গোটা বিশালগড় মহকুমা জুড়ে।

 রাতের প্রথম বিক্ষিপ্ত ঘটনাটি ঘটে বিশালগড় শীতল টিলা এলাকার প্রণব দাস উরফে পল্টনের বাড়িতে। অভিযোগ রাত ১১ টা নাগাদ একদল দুষ্কৃতিকারী মাথায় হেলমেট লাগিয়ে একযোগে হামলে পড়ে প্রণব দাসের বাড়িতে। ভেঙে তছনচ করে দেওয়া হয় খাট, শোকেস, আলমিরা, টেবিল, এলইডি টিভি, ফ্রিজ সহ তার ঘরের সমস্ত জিনিস পত্র। আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তার বাইকটি। দুষ্কৃতীকারীদের আক্রমন থেকে বাদ যায়নি রান্না করা ভাতের হারি পর্যন্ত। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দার, বিশালগড় থানার ভারপ্রাপ্ত অফিসার সুমন উল্লা কাজী সহ বিশাল পুলিশ বাহিনী।

এই ঘটনার কিছুক্ষণ পরেই বিশালগড় হাসপাতাল সংলগ্ন এলাকার সিপিআইএম কর্মী বিপ্লব সাহার গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বিপ্লব সাহা প্রাক্তন মন্ত্রী তথা বিশালগড়ের বিধায়ক ভানুলাল সাহার গাড়ির চালক এবং সিপিআইএম এর একনিষ্ঠ কর্মী। আর সেই সূত্র ধরেই নাকি তার গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানায় তার পরিবারের লোক। পরিবারের লোকদের আরও অভিযোগ ঘটনার পর বিশালগড় থানায় বার বার জানালেও পুলিশ ঘটনাস্থলে আসেনি।

পাল্টা হামলায় বিজেপি অফিসে। এদিন রাতে বিশালগড় কড়ইমুড়া বাজারের বিজেপি অফিসের ফ্লাগ ফেস্টুন সহ বিভিন্ন সামগ্রী নষ্ট করে দুর্বৃত্তরা। এতে উদ্বেগ প্রকাশ করে দলীয় নেতৃবৃন্দ। অভিযোগের তীর বিরোধীদলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজেপি নেতৃবৃন্দ।

খবর পেয়ে শুক্রবার বিশালগড়ের ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিদর্শনে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পরের তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পুলিশ সুপারের সাথে দেখা করে ঘটনার বিস্তারিত অবহিত করেন। এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যাতে আইনত পদক্ষেপ গ্রহণ করা হয় তার জন্য দাবি জানান তিনি। পুলিশ সুপারের সাথে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কমিউনিস্ট পার্টি দুষ্কৃতীদের একটা আখড়া। এই কমিউনিস্টদের ৩৫ বছরে রাজ্যে বহু সন্ত্রাসের ঘটনা সংঘটিত হয়েছে। এমনকি তাদের আমলেই ভাতৃ-ঘাটী ডাঙ্গার ঘটনা সংঘটিত হয়েছে। এছাড়াও তারা মিনি ডাঙ্গা সংগঠিত করেছে। এমনকি তারা যতবারই জয়ী হতেন ততোবারই মানুষের সম্পত্তি নষ্ট করে বিজয় উল্লাস করতেন। একইভাবে বৃহস্পতিবার ডেপুটেশনের পর বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে সিপিএম কর্মী সমর্থকরা। পরবর্তী সময় তারা পান রক্ষা করতে হাসপাতালে গেলে শেখানো তাদের মারধর করে। এমনকি ২০১৭ সালে যেসব সি পি আই এম দুর্বৃত্তরা মোড়াবাড়িতে হাসপাতালে সন্ত্রাসের সংগঠনের সংঘটিত করেছিল তারাও এদিন এই সন্ত্রাসের ঘটনায় যোগ দিয়েছিল। তাদের এ ধরনের সন্ত্রাসের মানসিকতা কোনদিন পরিবর্তন হবে না বলে জানান তিনি। সুতরাং কমিউনিস্টরা তাদের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারছে না।  কমিউনিস্টদের এ ধরনের আক্রমণ সঠিক জবাব উপযুক্ত সময়ে দেওয়া হবে। এবং গতকাল যে ঘটনাটি সংঘটিত হয়েছে তাতে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকরা জড়িত ছিল না বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য