স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : ২০২১-২২ অর্থবছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ২ লক্ষ ২৮ হাজার ৪৪১ টি ঘরের অনুমোদন পেয়েছে ত্রিপুরা রাজ্য। তার জন্য ১ হাজার ৯২২ কোটি ১৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে ১ লক্ষ ৯ হাজার ৯৬১ টি ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়ে গেছে। বাকি ঘর গুলি নির্মাণের কাজ চলছে। শুক্রবার মহাকরণে গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দপ্তরের সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে এই তথ্য তুলে ধরেন দপ্তরের প্রধান সচিব লাইহিলা ডারলং।
তিনি আরও জানান মন রেগা প্রকল্পে ত্রিপুরা রাজ্যে মোট জব কার্ড রয়েছে ৬ লক্ষ ৭৭ হাজার। তার মধ্যে এক্টিভ জব কার্ড রয়েছে ৬ লক্ষ ৩৪ হাজার। মন রেগা প্রকল্পে সেপ্টেম্বর মাস পর্যন্ত ১ কোটি ৪৭ লক্ষ ম্যান্ডেজ কাজ হয়েছে। দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে ২০২২ সালের ২৪ এপ্রিল অমৃত সরোবর প্রকল্প হাতে নেওয়া হয়। এই প্রকল্পে দেশের প্রতিটি জেলায় ৭৫ টি করে সরোবর খননের উদ্যোগ গ্রহণ করা হয়। সেই মোতাবেক রাজ্যে ৬০০ টি সরোবর খনন করার কথা। কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় মোট ৯৬৬ টি সরোবর খনন করার উদ্যোগ গ্রহণ করা হয়। তারমধ্যে এখনো পর্যন্ত ৭৫ টি সরোবর খনন সম্পন্ন হয়েছে। এছারাও গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য স্ব-সহায়ক দল গঠনের উপর জোর দেওয়া হয়। রাজ্যে বর্তমানে ৩৮ হাজার ৮৭১ টি স্ব-সহায়ক দল রয়েছে। এই স্ব-সহায়ক দল গুলির সাথে ৩ লক্ষ ৫০ হাজার ৪৯ জন মহিলা যুক্ত রয়েছে। এই স্ব-সহায়ক দল গুলিকে ৮১১ কোটি টাকা ঋন প্রদান করা হয়েছে।