স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : সিপিএম-র ডেপুটেশন কর্মসূচীকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজনৈতিক উত্তেজনা ছড়ায় বিশালগড়ে। সিপিএম কর্মীদের আক্রমণে আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী। শুক্রবার প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি-র মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য বলেন এই বিশালগড় অনেক রাজনৈতিক সন্ত্রাসের দৃষ্টান্ত হিসাবে রয়েছে। বিধায়ক হত্যার দায়ে সিপিএম-র অনেক নেতা এখন জেলা খাটছেন।
বিশালগড় এই ঘটনার সাক্ষী। এখনো তারা এই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানে এই ধরনের হামলা ঘটাচ্ছে। ঘোষিত কার্যক্রম শেষ হওয়ার পর এই কান্ড ঘটাতে পারে সিপিএম তা বুঝতে পারেনি পুলিশ। বিজেপি-র মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য পুলিশের কাছে আবেদন জানান এই গুপ্ত ঘাতকের দলের বিরুদ্ধে যেন আরও সক্রিয় ভূমিকা নেয়। তারা যে কোন সময় যে কোন ধরনের হিংসার ঘটনা সংগঠিত করতে পারে। দলীয় কার্যকরতাদের উদ্দেশ্যে আহ্বান জানান প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার জন্য। নির্বাচনের আগে পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে বলে জানান তিনি।