Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যমন্ত্রিসভার সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানালো প্রদেশ বিজেপি

মন্ত্রিসভার সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানালো প্রদেশ বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ অক্টোবর :গত সোমবার মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহার পৌরহিত্যে রাজ্য মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টিএসইসিএল-এর অধীন ম্যানেজার পদে ১০৪ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মুখ্যমন্ত্রী সংখ্যা লঘু উন্নয়ন প্রকল্প-২০২৫ লাগু করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মহিলাদের স্বশক্তিকরনের জন্য ত্রিপুরা ওমেন এন্টারপ্রেনারশিপ পলিসির অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রীসভা। এছাড়াও নলছড়ে নতুন মহিলা মহাবিদ্যালয় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাশাপাশি মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা নামে নতুন স্কিম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজ্য মন্ত্রী সভায় এই সকল সিদ্ধান্ত গ্রহণ করার জন্য রাজ্য মন্ত্রীসভা ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাল প্রদেশ বিজেপি। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজ্য মন্ত্রীসভা ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তীর সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য