স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ অক্টোবর : ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ নিগমের নবগঠিত বোর্ড কমিটিকে নিয়ে বুধবার দপ্তরের সভাগৃহে এখন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ও চেয়ারম্যান তথা বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্য আধিকারিক।
এদিনের বৈঠকের মূলত আলোচনা হয় তপশিলি জাতি কল্যাণ নিগমের গত তিন, চার বছরের সাফল্য এবং আগামী দিনে তপশিলি জাতি অংশের মানুষের কতটুকু সুবিধা পাইয়ে দেওয়া যায় তার জন্য মূলত বৈঠক বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। তিনি আরো বলেন, মূলত লক্ষ হলো তপশিলি অংশের মানুষের আর্থ, সামাজিক উন্নয়ন। পাশাপাশি বিগত দিনের আয় ব্যয় সম্পর্কে আলোচনা হয়েছে বলে জানান।

