স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ অক্টোবর : সচেতনতা দিবসকে সামনে রেখে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম কর্মসূচি হলো রক্তদান শিবির। বুধবার আগরতলার অভয়নগর স্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
শিবিরের উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা সহ অন্যান্যরা। এদিনের রক্তদান শিবিরের প্রশংসা করেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে। তিনি বলেন ব্লাড ব্যাংক গুলির মধ্যে রক্ত সংকট দেখা যায়। তার জন্য সকলে যাতে ধারাবাহিকভাবে রক্তদানে অংশ নেয়। শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

