স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ সেপ্টেম্বর : বিজেপি দুস্কৃতিদের আক্রান্ত দিব্যাঙ্গন যুবক সহ গোটা পরিবার। ভাংচুর করে পুড়িয়ে দেওয়া হল বসত বাড়ী। ঘটনার বিবরনে জানা যায় বিলোনীয়া থানার অন্তর্গত ঋষ্যমুখ বিধানসভার জয়পুর এলাকার ধনঞ্জয় দত্ত সহ তার পরিবার গত প্রায় ৩৫ বছর ধরে বসবাস করে আসছে। ধনঞ্জয় দত্তের সাথে এলাকার খগেন্দ মজুমদারের সাথে জায়গা নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলছে। বর্তমানে খগেন্দ্র মজুমদার বিজেপির নেতা হিসাবে পরিচিত। বুধবার রাত প্রায় সাড়ে ১১ টায় খগেন্দ্র মজুমদার দুই ছেলে গৌতম মজুমদার ও মিঠুন মজুমদারের নেতৃত্বে আশিষ চৌধুরী, জয়দেব দাস সহ একদল দুর্বৃত্ত ধনঞ্জয় দেবনাথের বাড়ীতে আক্রমণ চালায় বলে অভিযোগ। দুর্বৃত্তরা ধনঞ্জয় দত্তের বাড়ী চওড়া হয়ে তার পুত্র বধু ও শালিকাকে জোর পূর্বক অপহরন করে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ।
স্ত্রীকে রক্ষা করতে এসে ধনঞ্জয় দত্তের স্ত্রী ও দিব্যাঙ্গন ছেলেকে মারধর করে দুর্বৃত্তরি। দুর্বৃত্তরা দা দিয়ে কুপিয়ে ধনঞ্জয় দত্তের শালিকাকে মারাত্মক ভাবে আহত করে। আহত হয় ৭২ বৎসর বয়সের বৃদ্ধ ধনঞ্জয় দত্ত। অবশেষে দুর্বৃত্তরা গরীব ধনঞ্জয় দত্তের একটি মাত্র বসত ঘরটি পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে নিশ্চাহ্ন করে দেয় বলে অভিযোগ অসহায় পরিবারের। ঘটনার খবর পেয়ে ছুটে যায় দমকল কর্মী ও পুলিশ। আহতদের উদ্ধার করে বিলোনীয়া হাসপাতালে নিয়ে আসে। ধনঞ্জয় দত্তের আহত পুত্র বধু, শালিকা বর্তমানে বিলোনীয়া হাসপাতালে চিকিৎসাধীন। ধনঞ্জয় দত্ত ও তার স্ত্রী এবং দিব্যাঙ্গন ছেলে জয়হরি দত্ত এবং গৃহহীন হয়ে নিজের পোড়া বাড়ীর সামনে একটি গাছের নীচে আশ্রয় নিয়েছে বলে জানায় অসহায় পরিবারের লোকজনরা। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে আহতদের খবর নেন সিপিআই(এম) বিলোনীয়া বিভাগীয় সম্পাদক তাপস দত্ত, মহকুমা মন্ডলীর সদস্য বাবুল দেবনাথ সহ পার্টির নেতৃত্ব। ঘটনার তীব্র নিন্দা জানায় সিপিআই(এম) বিলোনীয়া মহকুমা কমিটির নেতৃবৃন্দ। স্থানীয়দের পক্ষ থেকে দাবি উঠেছে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনত কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করার।