স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : ও.বি.সি ভুক্ত কপালী সংগঠন বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতি -র উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের কৃতী সম্বর্ধনা প্রদান করা হয়। বুধবার মুক্তধারা অডিটোরিয়ামে ১০ জন ছাত্রছাত্রীকে এই কৃতী সম্বর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি বক্তব্য রেখে বলেন, নিজেদের দাবি থাকতেই পারে। কিন্তু সকলকে নিয়ে চলার মানসিকতা থাকতে হবে। বিশ্ব জুরে এখন প্রতিযোগিতা চলছে। আর এই প্রতিযোগিতায় টিকে থাকলে হলে সচেতন ও সতর্ক থাকা আবশ্যক। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ করবে আগামী প্রজন্ম। আগামী ভারতবর্ষ কি হবে তা ঠিক হয় ক্লাশ রুমে। সরকারের মন্ত্র পরিবর্তন, স্বচ্ছতা এবং সঞ্চালন। সেই পথেই এগুচ্ছে সরকার বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে কৃতি হাতে সংবর্ধনা তুলে দেন মন্ত্রী রতন লাল নাথ, ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার সহ অন্যান্যরা।