Friday, March 29, 2024
বাড়িরাজ্য১৪ সেপ্টেম্বর সর্বশেষ জবাব চায় চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা

১৪ সেপ্টেম্বর সর্বশেষ জবাব চায় চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর :  শিক্ষা দপ্তরের অধিকর্তা টার্মিনেশন লেটার, বেতন এবং স্কুলমুখী কোনটাই হতে দিচ্ছে না চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের। এমনকি শিক্ষা অধিকর্তা দেশের সর্বোচ্চ আদালতে আর টি আই পর্যন্ত মানতে নারাজ। এ বিষয়ে অধিকর্তার সাথে দেখা করার পর তিনি জানিয়েছেন বিষয়টি তিনি আলোচনা করে জানাবেন। তাই ১৪ দিনের সময় দেওয়া হয়েছে।

সেই মোতাবেক আগামী ১৪ সেপ্টেম্বর পুনরায় অধিকর্তার দ্বারস্থ হবেন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। সরকারের সাথে আলোচনা করার পর সেদিন অধিকর্তাকে লিখিতভাবে সদুত্তর দিতে হবে। এর জন্য তিনি চাইলে আইনি দপ্তর, পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের সহযোগিতা নিতে পারেন। কিন্তু সেদিন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা কোন ধরনের মৌখিক প্রতিশ্রুতির উপর আস্থা রাখবেন না। কারণ সেদিন অধিকর্তার সাথে সর্বশেষ বার দেখা করবে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। সন্তোষজনক জবাব না পেলে তারপর চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। বুধবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান চাকরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা। তিনি এদিন সাংবাদিক সম্মেলন থেকে সারা রাজ্যের চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের আহ্বান জানান যাতে সেদিন অধিকর্তামুখী হয় সকলে। পাশাপাশি এই দিন শিক্ষা দপ্তরের অধিকর্তার এক সাংবাদিক সম্মেলনের তীব্র সমালোচনা করে বলেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের টার্মিনেট করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যে বলছেন বলে জানান তিনি। পাশাপাশি এদিন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা আরো বলেন আগামী ৯ সেপ্টেম্বর সকলে স্কুলমুখী হবেন। সেদিন স্কুল ইনচার্জ যদি কোন বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তারা সেই ইনচার্জ এর বিরুদ্ধে মামলা দায়ের করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন চাকরিচ্যুত শিক্ষক বিশ্বজিৎ বণিক সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য