স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : রাস্তা সংস্কারের দাবিতে খোয়াই চাম্পাহাওরে পথ অবরোধ করল এলাকাবাসী। জানা যায় খোয়াই চম্পাহাওর থেকে গোপালনগর যাবার মূল সড়কটি দীর্ঘদিন যাবত বেহাল দশায় পরিণত হয়ে আছে। ফলে এই রাস্তায় যান চলাচল একপ্রকার অনুপযোগী হয়ে পড়েছে।
দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় এলাকাবাসীর। এমনকি বাড়ছে যান দুর্ঘটনার ঘটনাও। এই বিষয় নিয়ে বহুবার দপ্তরের আধিকারিকদের সাথে কথা বললেও টনক নড়েনি কর্তাবাবুদের, শুধু তাই নয় এর আগেও বহুবার সংস্কারের দাবি জানিয়ে পথ অবরোধও করেছেন এলাকাবাসী। অবরোধ চলাকালীন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে শুধু প্রতিশ্রুতিই দিয়ে যান। কাজের কাজ কিছুই হয় না এমনটাই অভিযোগ এলকাবাসির। ফলে গোটা বিষয় নিয়ে একপ্রকার ক্ষোভ সৃষ্ঠি হয় এলাকাবাসীদের মধ্যে। তাই বুধবার বাধ্য হয়ে ফের পথ অবরোধে বসেন ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে এদিনও ঘটনাস্থলে ছুটে যান দপ্তরের আধিকারিকরা। পথ অবরোধকারীদের পুনরায় আশ্বস্ত করলে তারা অবরোধ প্রত্যাহার করে।