স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে পরিচালিত গরিব শ্রেণীর মানুষের জন্য সর্বমোট ৩৪ টি সামাজিক ভাতা প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ প্রকল্পে হচ্ছে যথাক্রমে ৩ টি এবং বাকি ৩১ টি ভাতা প্রকল্প পুরোপুরি রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প। সর্বমোট সামাজিক ভাতা প্রাপকের সংখ্যা ৩ লক্ষ ৮৯ হাজার ৪৩৯ জন। এর মধ্যে জাতীয় ও রাজ্য সরকারের যৌথ ভাতা প্রকল্পে মোট ১৫৮১৯৭ জন ও রাজ্য সরকারের মোট ২,৩১,২৪২ জন ভাতা পাচ্ছে।
বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। তিনি বলেন, ২০১৮ সাল থেকে ২০২২ সালে জুন মাসের মধ্যে বর্তমান সরকার মুখ্যমন্ত্রী অন্তদয় শ্রদ্ধাঞ্জলি যোজনা নামে নতুন প্রকল্প ২০২১ সালের এপ্রিল মাস থেকে শুরু হয়েছে। এই প্রকল্পের অন্তদয় পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে সেই মৃত ব্যক্তির সৎকার্য করার জন্য এককালীন ২০০০ টাকা সেদিনেই যথাসময়ে সি ডি পি ও অফিস থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের মারফত দেওয়া হয়। বর্তমান সেই সময় থেকে এখন পর্যন্ত এই প্রকল্পে মোট ১৩৩৫ জন উপকৃত হয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি প্রধান সমাজপতি নামে একটি নতুন একটি সামাজিক সহায়তা প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সাম্মানিক হিসেবে ২০০০ টাকা করে ১০ জন সমাজপতিদের দেওয়া হচ্ছে। অপরদিকে ৩৩ হাজার ৫২৩ জনকে নতুন করে বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পের আওতায় আনা হয়েছে। অপরদিকে জাতীয় ভাতা প্রকল্পের অধীনে কোন অন্তদয় পরিবারের প্রধান উপার্জনশীল সদস্যের মৃত্যু হলে এককালীন ২০ হাজার টাকা প্রদান করা হচ্ছে। ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত ১৯৬৬ টি পরিবার এই সাহায্য পেয়েছে বলে জানান তিনি।
জাতীয় ভাতা প্রকল্পে বর্তমানে মোট ১৫৮,১৯৭ জন ভাতা প্রকল্পের মধ্যে ১,৪১,৪০১ জনকে পি এফ এম এস -এর মাধ্যমে ভাতা প্রদান করা হয়েছে। বাকি ১৬৭৯৬ জনের ভাতা দেওয়া সম্ভব হয়নি। কারণ কেন্দ্রীয় নির্দেশিকা মূলে জাতীয় ভাতা প্রকল্পের অধীন সমস্ত ভাতা প্রাপকদের পি এফ এম এস মাধ্যমেই ভাতা দিতে হবে। কিন্তু দেখা গেছে ১৬৭৯৬ জনের ক্ষেত্রে ব্যাংকের সমস্যার কারণে পি এফ এম এস -এর রেজিস্টার করা সম্ভব হয়নি। যার কারণে ভাতা প্রদান করা সম্ভব হয়নি। পূর্বে এই ভাতা পিএফএমএস এবং এম এ সি এফ -এর মাধ্যমে ভাতা দেওয়া হতো। কিন্তু ১৬৭৯৬ জনের ক্ষেত্রে পি এফ এম এস -এর রেজিস্টার না হওয়ার কারণে বর্তমানে তাদের ভাতা দেওয়া সম্ভব হয়নি। বর্তমানে সি ডি পি ও মাধ্যমে এই ১৬৭৯৬ জনের যে সমস্যা রয়েছে তার সংশোধনের কাজ চলছে। যাতে এই ভাতা প্রাপকদের দ্রুত পিএফএমএস -এ রেজিস্টার করা যায়। এবং বকেয়া সহ ভাতা দেওয়া সম্ভব হয় বলে জানান মন্ত্রী সান্তনা চাকমা।
রাজ্য সরকারের সিদ্ধান্তক্রমে বর্তমানে সামাজিক ভাতা প্রাপকদের ভাতা বেনিফিসারি ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে প্রদান করার জন্য দপ্তর কাজ করছে। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের মোট ২,৩১২৪২ জন ভাতা প্রাপকদের মধ্যে মোট ৬২ হাজার ৪৮৭ জনের ভাতা বিএমএস -এর মাধ্যমে প্রদান করার কাজ চলছে। বাকি ১ লক্ষ ৬৮ হাজার ৭৫৫ জনের ভাতা জুন মাস পর্যন্ত ইতিমধ্যে প্রদান করা হয়েছে বলে জানান তিনি।