Tuesday, November 18, 2025
বাড়িরাজ্য১৩ নং ওয়ার্ডের মানুষ ভোট বয়কটের হুশিয়ারি

১৩ নং ওয়ার্ডের মানুষ ভোট বয়কটের হুশিয়ারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর : শারদ উৎসবে লক্ষ্য করা গেছে রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং মেয়র ইন কাউন্সিলর সহ বিভিন্ন মন্ডল নেতাদের ফ্ল্যাক্সের ছড়াছড়ি। মানুষ যেদিকে তাকিয়েছে সেদিকেই শুভেচ্ছা বার্তার ফ্ল্যাক্স ঝুলতে দেখেছে। অথচ বাস্তবে উন্নয়ন ফানুস। তাই এবার মানুষ ভোট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছে বিকাশ ত্রিপুরার সরকারকে। অভিযোগ আগরতলা পুর নিগমের অন্তর্গত ১৩ নং ওয়ার্ডের ১৪ নং বুথে উন্নয়নের নাম নিশানাও নেই। এলাকার মেয়র ইন কাউন্সিলর হলেন প্রদীপ চন্দ। ২০২১ সালে বিজেপি থেকে টিকিট পেয়ে তিনি জনগণের ভোটে মেয়র ইন কাউন্সিলর হয়েছেন। অথচ ভোটে জয়ী হওয়ার পর থেকে এলাকায় পা রাখার কোন আগ্রহ নেই প্রদীপ বাবুর।

যদিও ১৪ নং বুথের ভাটি অভয়নগর হরিজন কলোনির এলাকার বসবাসকারীরাও ভোট দিয়েছিলেন প্রদীপবাবুকে। ভোটে জয়ী হয়ে তিনি ভুলে গেলেন এলাকাবাসীর কথা। আবারো নির্বাচন এগিয়ে আসছে। কিন্তু তিনি ১৪ নং বুথ উন্নয়ন করবেন তো দূরের কথা, পা রাখার পর্যন্ত প্রয়োজনটুকু মনে করেন নি। যার কারণে এলাকার বিজেপি সমর্থিত মহিলারাই ওনার বিরুদ্ধে মনের যন্ত্রণা প্রকাশ করলেন। তারা বলেন, তিনি জয়ী হয়ে এখন পর্যন্ত এলাকায় পা রাখেননি। এলাকার ড্রেন, রাস্তাঘাট সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনা। বাড়ি থেকে বের হলে আবর্জনার স্তুপ দেখতে পান তারা। এলাকার জলের কল ভাঙ্গা। পানীয় জলের চরম সংকটে ভুগছে তারা।

 রাস্তাঘাট সংস্কারের কোনো উদ্যোগ নেই। গত কয়েক বছর ধরে দুর্গাপূজার সময় এলাকায় রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নের জন্য মেয়র ইন কাউন্সিল এবং কর্পোরেটরদের অর্থ প্রদান করে আগরতলা পুর নিগম। দুর্ভাগ্যের বিষয় অদৃশ্য কারণে সেই টাকা এলাকায় কাজে কতটা লাগছে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের মনের। উন্নয়নের ফিরিস্তি তুলে আর ভোট চাইতে এলাকাবাসীর দুয়ারে যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেন আমজনতা। তারা বলেন আগামী দিন ভোট বয়কট করবে। কারণ উন্নয়ন কিছুই হচ্ছে না। বহুবার উনার কাছে দাবি উত্থাপন করা হলেও তিনি কর্ণপাত করেন নি। বড় অসহায় এলাকার মানুষ। তবে উন্নয়ন যে কতটা সরকারের ঘাড়ে শ্বাস ফেলছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য