স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : মাত্র ২৪ ঘন্টা বাদে আবারো আটক ১১ জন বাংলাদেশী। স্মার্ট সিটিতে যখন চুরি ডাকাতের ঘটনা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই ধরনের ঘটনা। মানুষ শেষ পর্যন্ত রাস্তায় নেমে পাহারা দিতে ব্যস্ত হয়ে পড়েছে। এবং পুলিশের বিরুদ্ধে রীতিমত অভিযোগ তুলতে শুরু করেছে। শেষ পর্যন্ত পুলিশ ইজ্জত বাঁচাতে তৎপর হয়ে জনগণের সহযোগিতার চেয়ে রাতে পেট্রোলিং -এর ব্যবস্থা জোরদার করার উদ্যোগ গ্রহণ করেছে।
সোমবার রাতে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ১৬ জন বাংলাদেশি রাজনগর এলাকার এক বাড়ি থেকে আটক হওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ১১ টা নাগাদ পুনরায় গ্রেপ্তার হলো আরো ১১ জন বাংলাদেশি নাগরিক। তাদের কাছ থেকে কোন ধরনের পাসপোর্ট পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। পুলিশের কাছে এদিন রাতের বেলা খবর ছিল রামনগরে এলাকায় ১১ জন বাংলাদেশি ঘোরাফেরা করছে। সাথে সাথে পুলিশ আর্মি ইন্টেলিজেন্সদের সহযোগিতা নিয়ে মাঠে নামে। দীর্ঘ প্রচেষ্টায় পুলিশ রামনগর পাঁচ নম্বর এলাকার মুক্তসংঘ থেকে আটক করে ১১ জন বাংলাদেশিকে। তাদের কাছ থেকে ভারতীয় টাকা এবং বাংলাদেশি টাকা সহ মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তারা সীমান্তের কাঁটার তারের বেড়া ডিঙিয়ে ত্রিপুরায় কাজ করতে এসেছে। সকলে রাজমিস্ত্রি বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে। পশ্চিম থানা পুলিশ তাদের জিজ্ঞেসাবাদ চালাচ্ছে। ধৃতদের নাম শামীন আলি, আব্দুল আলী, জসিম আলী, সেমারুল আলী, আনার হোসেন ভূঁইয়া, ইসমাইল মিয়া, জাহিদুল ইসলাম, তারিক শেইক, এম ডি রাকিপ, এম ডি সোহেল, শাহীন আলি। তাদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। হয়তো পুলিশের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসতে পারে আরো বহু রহস্যময় তথ্য।