স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : রাজনৈতিক প্রতিহিংসামূলক ঘটনা রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে। নির্বাচন যদি এগিয়ে আসছে এ ধরনের ঘটনা মানুষের মনে আতঙ্কে ছায়া সৃষ্টি করছে। মঙ্গলবার রাতে খয়েরপুর বিধানসভার কেন্দ্রের সি পি আই এম -এর আর কে নগর অঞ্চল সম্পাদক দীপক বর্ধনের বাড়িতে বিজেপির দুর্বৃত্তরা আক্রমণ সংঘটিত করে বলে অভিযোগ। ভাঙচুর করে বাড়ি ঘর। ঘটনার খবর পেয়ে বুধবার সকালে ছুটে যান সিপিআইএমের একটি প্রতিনিধি।
উপস্থিত এলাকার প্রাক্তন বিধায়ক পবিত্র পবিত্র কর জানান মঙ্গলবার এলাকায় সিপিআইএমের একটি গরুয়া সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিজেপির বাইক বাহিনী আক্রমণ সংঘটিত করার চেষ্টা করেছিল। সেখানে জনগণের প্রতিরোধের চেহারা দেখে বিজেপি দুর্বৃত্তরা পালিয়ে আসতে বাধ্য হয়। অবশেষে রাতের অন্ধকারে অতর্কিত হামলা চালিয়ে ঘরে বিভিন্ন সামগ্রী ভাঙচুর করেছে। এমনকি ঘরের টাকা পয়সা, স্বর্ণালংকার লুটপাট করে নিয়েছে। তারপরেও ক্ষান্ত হয়নি। সেখান থেকে ফিরে সুকান্ত পল্লী এলাকার পুরনো সিপিআইএম কর্মী মতিলাল করের বাড়িতে ভাঙচুর চালায়। ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। তিনি এদিন সতর্ক করে বললেন যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তখন তারা আর থাকবে না। মানুষ জাগতে শুরু করেছে। এ সরকারের আয়ু ফুরিয়ে এসেছে। এমনকি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন স্থানীয় থানার ওসি এই গুন্ডাদের তাপ্পল দার। এলাকায় দুটি ঘটনার পর পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে আসতে চায় নি। পরবর্তী সময়ে জেলা পুলিশ সুপারকে জানানো হলে পুলিশ আসতে বাধ্য হয়েছে। কিন্তু এলাকার মানুষ পুলিশের ভূমিকায় ব্যাপক ক্ষুব্ধ বলে জানান তিনি।