স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : জাতীয় পোষণ মাস হিসেবে ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মা ও শিশুদের সঠিক পুষ্টি প্রদানের উদ্যোগ নিয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। বুধবার সকালে রাজধানীর উমাকান্ত স্কুল ময়দান থেকে জাতীয় পোষণ মাস হিসেবে এক বর্নাঢ্য মিছিলের শুভ সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা।
মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মেয়ার দীপক মজুমদারও। মন্ত্রী সান্তনা চাকমা জানান সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও জাতীয় পোষণ মাস উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রত্যেক শিশু ও মাকে সুস্থ রাখতে এই উদ্যোগ সরকারের। এবং দেখা যায় বহু গরিব মানুষ রয়েছে যারা পুষ্টিকর খাবার খেতে পারে না। তাদের পুষ্টিকর খাবারের জন্য সরকার ৭০০০ টাকা পাওয়ার মতো ব্যবস্থা রয়েছে। এ টাকা দিয়ে গর্ভবতী মহিলারা পুষ্টিকর খাবার খাওয়ার পর সুস্থ শিশুর জন্ম দিতে পারে। এর মধ্য দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন শ্রীমতি চাকমা। মিছিলটি এদিন শহরের বিভিন্ন পরিক্রমা করার উদ্দেশ্য জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।