স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : আত্মসমর্পণকারীর জঙ্গিদের মধ্যে যারা বিভিন্ন মামলায় জেলে রয়েছে তাদের মুক্তি প্রদান করা, আত্মসমর্পণকারীর জঙ্গিদের নিরাপত্তার ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে সোমবার রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার ত্রিপুরা শাখার পক্ষ থেকে পুলিশের সদর কার্যালয় ঘেরাও করা হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভ সংগঠিত হয়। পরবর্তী সময় সংগঠনের নেতা অনন্ত দেববর্মা জানান, ভারত সরকারের সাথে চুক্তির ভিত্তিতে তারা স্বাভাবিক জীবন যাপনে ফিরে এসেছে।
কিন্তু দেখা যাচ্ছে বহু চুক্তি এখনো পূরণ হয়নি। অর্থাৎ ১৫ টি দাবি এখনো পূরণ করার কোন উদ্যোগ নিচ্ছে না সরকার। বহুবার সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও সেই দাবিগুলি পূরণ করার উদ্যোগ না নেওয়া য় বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তাই অবশেষে রাস্তায় নামতে বাধ্য হয়েছে বলে জানান বিক্ষোভ স্হলে উপস্থিত নেতৃত্ব শ্রী দেববর্মা। আরো বলেন এই দাবি গুলি পূরণ করার জন্য কেন্দ্র সরকার একটি স্টিয়ারিং কমিটি গঠন করার প্রয়োজন। সেই কমিটি বিশেষ উদ্যোগ নিয়ে দ্রুত সমস্যার সমাধান করার জন্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে। না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেয় এদিন। পরবর্তী সময় রাজ্য পুলিশের মহা নির্দেশকের সাথে দেখা করতে না পেরে তারা বাড়ি ফিরে যেতে বাধ্য হয়।