স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : সম্প্রতি জিরানিয়া দাসপাড়া এলাকায় কংগ্রেস কর্মী কেশব সরকারের বাড়িতে দুর্বৃত্তদের দ্বারা বুল ডোজারের আক্রমণের ঘটনা পরিদর্শন করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, জাতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা লাইফ্রাং সহ একটি প্রতিনিধি দল। ঘটনার তীব্র নিন্দা জানান সর্বভারতীয় কংগ্রেস সম্পাদিকা জারিতা লাইফ্রাং। এদিকে কেশব সরকারের কাছ থেকে ঘটনার সম্পর্কে অবহিত হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, বিজেপির ঝান্ডা নিয়ে ডাকাতি বরদাস্ত করবে না কংগ্রেস।
গত সাড়ে চার বছরে রাজ্যে লুটপাট ও মহিলাদের মর্যাদা হানির ঘটনা সংগঠিত করেছে বিজেপি। এখন বুলডোজার দিয়ে বিজেপি মানুষের বাড়িতে ডাকাতি করতে শুরু করেছে তারা। এর বিরুদ্ধে আগামী দিন প্রতিরোধ গড়ে তোলা হবে। আর বলেন কেশব সরকারের বাড়িতে যে আক্রমণের ঘটনাটি সংঘটিত হয়েছে, তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের কাছে বুলডোজারের নম্বর সহ অভিযুক্তদের নাম দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি। তাই কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে এ ডাকাতির বিরুদ্ধে হাইকোর্টে যাবে। কারণ সেদিন দাস পাড়া এলাকায় যখন ঘটনার সংগঠিত হয় তখন এস ডি পি ও -কে বারংবার ফোন করা হলেও ছুটিতে রয়েছেন বলে জানিয়ে দেন। যার পরিপ্রেক্ষিতে বিজেপির দুর্বৃত্তরা এত বড় ঘটনা সংগঠিত করেছে বলে জানান তিনি।