স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু স্বামীর, আহত স্ত্রী। ঘটনা শান্তিরবাজার মহকুমা পতিছড়ি এলাকায়। মৃতের নাম শ্যামল কর। বাড়ি আগরতলা আর এম এস চৌমুহনি এলাকায়। জানা যায় সোমবার শান্তিরবাজার মহকুমা পতিছড়ি এলাকায় মারুতি গাড়ির সাথে লরির মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দমকল কর্মীরা নিয়ে আসে শান্তিরবাজার মহকুমা হাসপাতালে। আহতদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় রেফার করা হয় জিবি হাসপাতালে। কিন্তু জিবি হাসপাতালে আনার সময় মাছ রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন শ্যামল কর। গাড়ি চালক গুরুতর আহত হয়েছে। মারুতি গাড়ির নম্বর টি আর ০১ এইচ ০৪০৫ এবং লরির নম্বর টি আর ০৩ বি ১৮০৫। ঘটনায় গাড়ি দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ গাড়ি দুটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।