Friday, March 29, 2024
বাড়িরাজ্যঅনাহারে মৃত্যুর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা মানিক সরকার

অনাহারে মৃত্যুর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা মানিক সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : অনাহার মৃত্যু বন্ধ করতে বামফ্রন্ট সরকার সারা বছর মানুষের জন্য কাজের ব্যবস্থা করেছিল। বিভিন্ন দপ্তরে কাজের সাথে জড়িত ছিল রাজ্যের গরিব অংশের মানুষ। কিন্তু বর্তমানে রাজ্যের যে সরকারটা চলছে এটা সম্পূর্ণভাবে জনবিরোধী সরকার। মানুষের কাজের সুযোগ বন্ধ করে দিয়ে শুধুমাত্র মানুষের কাছ থেকে লুন্ঠন করে চলেছে তারা। ফলে মানুষের অনাহারে মৃত্যু হচ্ছে। সোমবার কালা ছড়া ব্লকে ডেপুটেশন উপলক্ষে স্কুল মাঠে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন বিরোধী দলনেতা মানিক সরকার।

তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় হলো রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তর গুলিতে শূন্য পদ থাকার পরেও সরকার নিয়োগ করছে না। কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়ে এসেছে বছরে ৫০ হাজার চাকুরি প্রদান করবে। এখন সেই প্রতিশ্রুতি কি হলো তা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা মানিক সরকার। সুতরাং সরকারটা মানুষের সাথে প্রতারণা করে চলেছে। এই সরকারের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে এগিয়ে আসতে হবে এমনটাই অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা মানিক সরকার। কাজ, খাদ্য, রেগার মজুরি বৃদ্ধি, সামাজিক ভাতা বৃদ্ধি সহ বারো দফা দাবিতে সিপিআইএম উত্তর জেলা কমিটির উদ্যোগে কালাছড়া ব্লকে এক গন ডেপুটেশন প্রদান করা হয়। এদিন এছাড়াও অন্যান্য নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বাগবাসার বিধায়িকা বিজিতা নাথ, সিপিআইএম উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত, কদমতলা-কুর্তি কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন প্রমুখ। আয়োজিত সমাবেশে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য