Saturday, March 22, 2025
বাড়িরাজ্যনিয়মিতকরণের দাবি সমগ্র শিক্ষা শিক্ষকদের

নিয়মিতকরণের দাবি সমগ্র শিক্ষা শিক্ষকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর : উত্তর পূর্বাঞ্চলে সাতটি রাজ্যের মধ্যে পাঁচটি রাজ্যে সমগ্র শিক্ষায় কর্মরত সকল শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণ করা সহ পেনশনের ক্ষেত্রে সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করে চলেছে সরকার। ত্রিপুরা সরকারি কাছে এ বিষয়ে দাবি জানানো হলেও সরকারের কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। বিগত সরকারের আমলে যেমন কোন সাড়া পাওয়া যায়নি, তেমনি বর্তমান সরকারের আমলে ছয় থেকে সাত বার দাবি জানানো হলেও কোন জবাব পাওয়া যাচ্ছে না।

 মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা সমগ্র শিক্ষা এমপ্লয়েস এসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন চেয়ারম্যান বাস্তব দেববর্মা। তিনি বলেন, নাগাল্যান্ড, মনিপুর, সিকিম, অরুণাচল প্রদেশ, আসামে সমগ্র শিক্ষায় কর্মরত সকল শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদেরও সম্প্রতি ও বিগত দিনে নিয়মিত করন সহ সব সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। অথচ রাজ্য সরকার এই আর্থিক সুবিধা ও নির্মিতকরণ থেকে তাদের বঞ্চিত রেখেছে। সরকার ও দপ্তরের প্রতি আবেদন জানানো হয় সকল শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের আগামী এক মাসের মধ্যে নিয়মিত করন এবং পেনশন প্রদান সহ অন্যান্য আর্থিক সুবিধা গুলি প্রদান করার। ২.৫৭ ফিটম্যান্ট ফ্যাক্টর প্রদান করারও দাবি জানায় তিনি। সংগঠন সিদ্ধান্ত নিয়েছে আগামী ১৭ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে এই সমস্ত দাবি নিয়ে প্রকল্প অধিকর্তার নিকট গণ ডেপুটেশন প্রদান করা হবে। একই সঙ্গে সংগঠনের দাবি অনতিবিলম্বে সমস্ত বকেয়া দিয়ে প্রদান করার। না হলে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য