স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ অক্টোবর : ঠিকেদারির কমিশন নিয়ে ফের একবার চাঞ্চল্য ছড়াল কৈলাসহরে। অভিযোগ, ২০ লক্ষ টাকা না দিলে সরকারি কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় একদল দুষ্কৃতী। ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয় দূর্গাপুর এলাকায় বিটি কলেজ সংলগ্ন ওয়ার্কিং হোস্টেল নির্মাণস্থলে। জানা গেছে, আরডি দপ্তরের তত্ত্বাবধানে মহিলাদের জন্য নির্মিতব্য ওয়ার্কিং হোস্টেল প্রকল্পের বরাত পেয়েছে মাহি কনস্ট্রাকশন নামের এক ঠিকাদার সংস্থা।
সংস্থাটি নিয়মমতো কাজ শুরু করলে স্থানীয় কিছু উৎশৃঙ্খল যুবক তাদের কাছে ২০ লক্ষ টাকা দাবি করে। অভিযোগ, ওই যুবকরা জানায়— টাকা না দিলে কোনোভাবেই কাজ চলতে দেওয়া হবে না। শুক্রবার দুপুরে প্রায় ৩০ থেকে ৩৫ জন যুবক নির্মাণস্থলে হামলা চালায়। তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র নিয়ে শ্রমিক ও ট্রিপার গাড়ির চালকদের হুমকি দেয়। প্রাণভয়ে গাড়িচালকরা এলাকা ছেড়ে চলে যান, ফলে সাময়িকভাবে কাজ বন্ধ হয়ে যায়।ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি নিজে উপস্থিত থেকে পুনরায় কাজ শুরু করান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন, উন্নয়নমূলক কাজ হবে— এতে কেন ঠিকাদার সংস্থাকে ২০ লক্ষ টাকা দিতে হবে? যারা কাজের বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে। এই ঘটনায় ইতিমধ্যে ঠিকাদার সংস্থা কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করেছে এবং বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়েও জানানো হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বড়সড় অশান্তি ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

