স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ অক্টোবর : বুধবার টাকারজলা বিধানসভা কেন্দ্রের জম্পুই জলাতে মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার সময় রাস্তায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায় দুষ্কৃতিরা। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। আহত বিজেপির কর্মী সমর্থকরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী সমর্থকদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালে গিয়ে আহত বিজেপি কর্মী সমর্থকদের সাথে কথা বলেন। তাদের কাছ থেকে গোটা ঘটনার বিষয়ে অবগত হন। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলে আহত বিজেপি কর্মী সমর্থকদের চিকিৎসার বিষয়ে খজ খবর নেন। পড়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান জম্পুইজলায় বুধবার ৬ শতাধিক ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। সেই যোগদান সভায় যাওয়ার সময় এবং যোগদান সভা থেকে আসার সময় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয়। এতে আহত হয় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। কমিউনিস্টদের কায়দায় অন্যান্য রাজনৈতিক দলও রাজনীতি করার চেষ্টা করেছে।
তবে বিজেপি কর্মীদের উপর যারা আক্রমণ করেছে তাদের চিহ্নিত করা যায় নি। দুষ্কৃতিরা মুখে কালো কাপড় বেধে বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনার নিন্দা জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান কেউ গায়ের জোরে কোন কিছু করতে চাইলে ছাড়া হবে না। বুধবারের ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী আর বলেন সামাজিক মাধ্যমেও অনেকে মন্তব্য করে অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তারা ভাবছে এগুলি করে পার পেয়ে যাবে। কিন্তু এমনটা ভাবলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, যারা আজকে বনধ করেছে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। তাদের বনধ সফল হয়নি। কারণ মানুষ তাদের বনধ গ্রহন করেনি। কিন্তু তারা কেন বনধের ডাক দিয়েছে সেটা বুঝে উঠতে যাচ্ছে না। তবে এতোটুকু বোঝা গেছে তারা রাজনীতিতে অনেকটাই পরিশ্রান্ত হয়ে গেছে।

