স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ অক্টোবর : ধলাই জেলার শান্তির বাজারের বাজার এলাকা সহ একাধিক ঘর বাড়িতে আগুন দিল তিপরা মথার উগ্র সমর্থকরা। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায়। তিপ্রা সিভিল সার্ভিসের ডাকা চব্বিশঘন্টার ডাকা ২৪ ঘন্টা বন্ধে র জেরে উত্তপ্ত হয়ে উঠেছে কমলপুর মহকুমার শান্তিরবাজার এলাকা বিকাল বেলা বন্ধপন্থীরা শান্তিরবাজার বাজারে ঢুকে বন্ধ মানতে হবে। তখন ব্যবসায়ীরা প্রতিবাদ করে। তখন উভয়পক্ষে বাদনুবাদ হয়।
এরপর বন্ধপন্থীরা আরও অধিকপরিমানে বাজারে প্রবেশ করে বেশ কিছু দোকানে লুটপাট চালায়। তখন পুলিশ ছিল সংখ্যায় কম। এদিকে ব্যবসায়ীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলে। তখন বন্ধের সমর্থকরা বাজারে থাকা একটি গাড়িতে আগুন দেয়। আগুন নেভাতে গেলে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেব্বর্মার মাথায় ইট পড়ে।
এদিকে সালেমা থানার বি ডি ও অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে আসলে উনার গাড়িতে হামলা করা হয়। উনার মাথা ফাটে। এক ব্যবসায়ী বিপ্লব দেব ‘র একটি চোখ ছোড়া পাটকেলের আঘাতে থেতলে যায়। বি ডি ও এবং আহত বিপ্লব দেব কে কমলপুর বি এস এম হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক বাহিনী। পরিস্থিতি এখনো ভায়াবহ। পুলিশের ব্যর্থতার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে বলে খবর লেখা পর্যন্ত জানা গেছে।

