স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ অক্টোবর : বনধ নিয়ে সরকার তীব্র অসন্তুষ্ট। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে এটাই বুঝাতে চাইলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রী বলেন, ভারতবর্ষে বহু প্রধানমন্ত্রী এসেছে, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মত কেউ জনজাতিদের কথা চিন্তা করেন না। এমনকি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার মতো কোন মুখ্যমন্ত্রী জনজাতিদের জন্য এত চিন্তা করেননি। এই জনজাতিদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চুক্তি করেছেন।
সরকার ভগবান নয়, যে স্বাধীনতার ৭০-৭৫ বছরে যে সমস্যা সমাধান হয়নি সেই সমস্যা মাত্র ১৮ মাসের সমাধান করে ফেলতে পারবে। স্বাধীনতার এত বছর হয়ে গেলেও সেই সমস্যাগুলি তাদের সমাধান হয়নি, তাই সেই সমস্যাগুলি মাত্র ১৮ মাসে সমাধান করা সম্ভব নয়। সরকারকে সময় দিতে হবে। কেন বাস্তবায়ন হবে না, অবশ্যই বাস্তবায়ন হবে। একটু সময়ের প্রয়োজন বলে জানান মন্ত্রী বিকাশ দেববর্মা।
সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, এমনকি বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনজাতি অংশের মানুষের অনেক বেশি অগ্রগতি হয়েছে। রাজ্যের জনজাতিরা ভাবতেও পারে না এই সরকার এতটা মর্যাদা দেবে তাদের। সবচেয়ে বড় বিষয় হলো রাজ পরিবারের যীষ্ণু দেববর্মা বর্তমানে তেলেঙ্গানার রাজ্যপাল। শুধু তাই নয়, জনজাতি সাত আট জন এখন পর্যন্ত পদ্মশ্রী পুরস্কার পেয়েছে। শুধু তাই নয়, শিক্ষা ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে জনজাতিদের অনেক বেশি উন্নয়ন হচ্ছে। এর জন্য বর্তমান সরকার দ্বারা জনজাতিদের গর্ব হয় বলে জানান মন্ত্রী বিকাশ দেববর্মা।

