স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : মহারাজা বীর বিক্রম কলেজের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৫ দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে পাঁচদিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন হয়। এইদিনের প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যদেও পোদ্দার সহ ছাত্র-ছাত্রীরা।
এইদিন এমবিবি কলেজ চত্বর থেকে শুরু হয় এই প্রভাত ফেরি। এমবিবি কলেজ চত্বর থেকে শুরু হওয়া এই প্রভাত ফেরি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এইদিনের প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা জানান তিনি নিজেও এমবিবি কলেজের একজন ছাত্র। এই কলেজের একটা স্মৃতি রয়েছে। এমবিবি কলেজ একটা ঐতিহাসিক কলেজ। সমগ্র ভারতবর্ষে এই কলেজের নাম রয়েছে। কলেজের শিক্ষা ক্লাস রুমে যেমন হয়, তেমনি কলেজ ক্যাম্পাসেও শিক্ষা হয়। এই কলেজের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস এইটা একটা গর্বের বিষয় বলেও জানান তিনি। অপরদিকে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান ১৯৪৭ সালের ৯ সেপ্টেম্বর এমবিবি কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। এই বছর এমবিবি কলেজের ৭৫ বছর পূর্ণ হয়েছে। এমবিবি কলেজের প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান হবে ৯ সেপ্টেম্বর। এই প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে একাধিক কমিটি গঠন করা হয়েছে। কোর কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে ৫ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠা দিবস উদযাপন শুরু হবে। সেই মোতাবেক এইদিন ৫ দিন ব্যাপী অনুষ্ঠানের সুচনা করেছেন উপমুখ্যমন্ত্রী। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান এমবিবি কলেজের বহু কৃতি ছাত্র সমগ্র বিশ্বে ছড়িয়ে রয়েছে। ১৯৪৭ সালের যেদিনে এই কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, সেই দিনের ছাত্র এখনো জীবিত রয়েছে।