স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : রাজ্যের বিদ্যালয় গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষক দিবসের দিন অর্থাৎ সোমবার খোল করতাল বাজিয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হলো বাম ছাত্র সংগঠন এস এফ আই এবং টি এস ইউ। বিদ্যালয় গুলিতে শিক্ষকের ব্যাপক অভাব।
কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর জেগে জেগে ঘুমাচ্ছে। তাই এই শিক্ষক দিবসের দিন হাতে খোল করতাল হাতে নিয়ে শিক্ষা ভবনের সামনে ঘুম ভাঙাতে বিক্ষোভের শামিল হয়েছে বলে জানান তারা। উপস্থিত এস এফ আই রাজ্য সভাপতি সন্দীপন দেব জানান, সোমবার জাতীয় শিক্ষক দিবস। আর আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের নেতা মন্ত্রীরা বড় বড় কথা বলছেন। কিন্তু তাদের বড় কথা বলার মতো অধিকার নেই। কারণ রাজ্যের স্কুল কলেজে শিক্ষক সংকট চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। শিক্ষক নিয়োগের দাবি জানানো হলেও সরকার নিরব হয়ে আছে। কোন ভূমিকাই পালন করতে চাইছে না সরকার। তাই এস এফ আই এবং টি এস ইউ যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে গোটা রাজ্যে শিক্ষকের দাবিতে রাস্তায় নামার বলে জানান এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তিনি জানান, শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তর নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করার বিষয়ে অবগত করতে এই আন্দোলন। এবং যে অনাচার এই সরকার করে চলেছে তা নিয়ে সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে রাজ্যের ছাত্রদের মধ্যে। এ সরকারকে টেনে হিঁচড়ে গদি থেকে নামাতে প্রস্তুত রাজ্যের বেকার ছাত্ররা বলে অভিমত ব্যক্ত করেন সন্দীপন দেব। কিন্তু কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পুলিশ বিক্ষোভকারীদের রাস্তার থেকে উঠে যেতে বললে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলতে থাকে। শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করার প্রস্তুতি নেয় বিক্ষোভকারীরা। তখন পুলিশ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে টেনে হিঁচড়ে পুলিশ কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তিতে আহত হয় এসএফআই রাজ্য সভাপতি সোলেমান আলী। সাথে সাথে নিয়ে যাওয়া হয় আই জি এম হাসপাতালে। বর্তমানে আই জি এম হাসপাতালে চিকিৎসাধীন তিনি।