স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : সোমবার ৬১ তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহর ও শহরতলির বিভিন্ন বিদ্যালয় থেকে নির্বাচিত শিক্ষক ও শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসাইন, বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মিশন পরিচালিত প্রাইভেট আই.টি.আই. এর অধ্যক্ষ-স্বামী বেদাঙ্গানন্দ মহারাজ, লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ। বর্তমান প্রজন্মকে আত্ম নির্ভর হওয়ার বার্তা দিয়েছে সরকার। কিন্তু একটা ছোট অংশ এর সমালোচনা করত। এটাই তাদের অভ্যাস। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে প্রচুর পরিবর্তন এনেছে। স্কুল গুলিতে ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। আত্ম নির্ভর ত্রিপুরা গড়তে হবে। যার প্রকৃত সময় এটাই। বক্তব্য রেখে এমনটাই বললেন মন্ত্রী রতন লাল নাথ।