স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ অক্টোবর : রাজধানীর ইন্দ্রনগর কালীবাড়িতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। নয় বছরের এক শিশুকন্যাকে শ্যামা মা রূপে পূজার্চনা করা হয়। এদিন কুমারী পূজাকে কেন্দ্র করে উপচে পড়া ভিড় ছিল ভক্তদের। পুরোহিত জানান, কুমারী পূজা হল একটি সনাতন ধর্মীয় নীতি।
দুর্গাপূজা এবং কালীপূজায় নয় বছরের কম শিশু কন্যাদের দেবী হিসেবে পূজা করা হয়। কারণ সনাতন দর্শন অনুসারে কুমারী মেয়েদের সৃষ্টির প্রাকৃতিক শক্তি প্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। এবং এই শিশু কন্যার মধ্যেই মাকে আহ্বান করা হয়। এই পূজা জগতে কল্যাণের জন্য করা হয় বলে জানিয়েছেন পুরোহিত।

