স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর : সন্দেহজনক ভাবে চুরির অপবাদ দিয়ে ১৫ নাবালিকা মেয়েকে বেধড়ক মারধরের অভিযোগ দম্পতির বিরুদ্ধে। ঘটনা রাণীরবাজার পুরাতন বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায়।আহত নাবালিকা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় রানীরবাজার পুরাতন বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা বিকাশ দাস। বিকাশ দাসের স্ত্রী অনিতা দাস বাড়ির সামনে রাস্তার পাশে কিছু কাপড় শুকানোর জন্য দেয়।
সেখান থেকে একটি কুর্তি চুরি হয়ে যায়। এই ঘটনার পর বিকাশ দাস ও তার স্ত্রী ৪ নাবালিকার বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে। তখন এক নাবালিকা বিকাশ দাসের স্ত্রীকে বলে তারা চুরি করেছে এই প্রমান দেওয়ার জন্য। তখনই বিকাশ দাস ও তার স্ত্রী অনিতা দাস নাবালিকার হাত-পা বেধে বেধড়ক ভাবে মারধর করে। এই ঘটনার পর আক্রান্ত নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে রানীরবাজার থানায় মামলা দায়ের করা হবে। এরই মধ্যে আক্রান্ত নাবালিকার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সাথে সাথে নাবালিকার পরিবারের লোকজন তাকে জিবি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঐ নাবালিকা। নাবালিকার মার দাবি অভিযুক্ত দম্পতির যাতে কঠোর সাজা হয়।