স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর : বাংলা ভাষা, কৃষ্টি সংস্কৃতির অবদমন রুখতে, স্থানীয় বেকারদের কর্মসংস্থান প্রদান করা সহ একাধিক দাবিতে আমরা বাঙালি দলের বিক্ষোভ মিছিল সংঘটিত হয় আগরতলা শহরে। মিছিলটি শিবনগর স্থিত রাজ্য কার্যালয় থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে উপস্থিত আমার বাঙালির রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, রাজ্যে কর্মসংস্থানের অভাব।
সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ গুলি পূরণের কোনো উদ্যোগ নেই। গ্রাম পাহাড়ে কাজ নেই, খাদ্য নেই। অথচ জিনিসপত্তির দাম নিত্যদিন লাফিয়ে বাড়ছে। তাই কর্মসংস্থান এবং জিনিসপত্রের মূল্য হ্রাস করার দাবি জানানো হচ্ছে। একইভাবে সরকারের প্রতিশ্রুতি নিয়েও এদিন প্রসঙ্গ তুলে বলেন, ২০১৮ সালের যে প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তার ১০ শতাংশ পালন করেনি সরকার। তাই সরকারের কাছে দাবি জানানো হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে যাতে ১০০ শতাংশ প্রতিশ্রুতি পূরণ করার উদ্যোগ গ্রহণ করার জন্য।