স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ সেপ্টেম্বর : গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করল ঝান্ডি মুন্ডা খেলার সামগ্রী। ঘটনা শনিবার রাতে তেলিয়ামুড়া মহাকুমা খাসিয়ামঙ্গল বি.এস.এফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। কিন্তু জোয়াড়িদের গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাতে তেলিয়ামুড়া খাসিয়া মঙ্গল বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে খবর পায় ঝান্ডি মুন্ডার আসর বসেছে। সেই খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝান্ডি মুন্ডা খেলার সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। যদিও কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। পুলিশ জানায় তদন্ত শুরু করেছে। কিন্তু পালিয়ে যাওয়া জুয়ারীদের গ্রেফতার করতে পারবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারে নি তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা।