স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ অক্টোবর :নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। এই অভিযানের নেতৃত্বে ছিলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক। জানা যায় তেলিয়ামুড়ার হদ্রাই এলাকায় নেশা বিরোধী অভিযান চালায় পুলিশ। এই অভিযানে উদ্ধার হয় প্রায় ৩ হাজার ৫০০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ।
যার আনুমানিক কালো বাজারি মূল্য ১০ লক্ষাধিক টাকা। এইদিনের অভিযানে মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণের সাথে ছিলেন তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে এবং টি.এস.আর ষষ্ঠ বাহিনীর জওয়ানরা। মহকুমা পুলিশ অধিকারিক রোহন কৃষাণ জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে অভিযান চালিয়ে হদ্রাই এলাকা থেকে উদ্ধার হয়েছে এই নেশা সামগ্রী। তবে কাউকে আটক করা যায় নি। ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।

