স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ অক্টোবর :পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষা ভবন অভিযান ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ.বি.রোড-এর। এইদিন দুইটি সংগঠন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ.বি.রোড এবং ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতির সদস্য সদস্যারা সুবিশাল মিছিল করে শিক্ষা ভবনের সামনে যান। সেখানে করা হয় সভা। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ,বি,রোড-এর নেতৃত্ব জানান ১ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের একটি রায়ে উল্লেখ করা হয়েছে যে সকল শিক্ষকের চাকুরির মেয়াদ ৫ বছরের বেশি রয়েছে তাদেরকে চাকুরি করতে হলে দুই বছরের মধ্যে টেট পাস করতে হবে।
অন্যথায় বাধ্যতা মূলক চাকুরি থেকে অবসরে চলে যেতে হবে। অপরদিকে যে সকল শিক্ষকের চাকুরির মেয়াদ ৫ বছরের কম তাদেরকে পদোন্নতি নিতে গেলে টেট পাস করতে হবে। সুপ্রিমকোর্টের এই রায়ের ফলে সমগ্র দেশের ২৫ লক্ষাধিক শিক্ষকের চাকুরি ঝুকির মধ্যে পড়ে যায়। সুপ্রিমকোর্টের এই রায়ের বিরোধিতা করে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ,বি,রোড।
ইতিমধ্যে দেশের একাধিক রাজ্য সুপ্রিমকোর্টের এই রায়ের বিরোধীতা করে সুপ্রিমকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ.বি.রোডের নেতৃত্ব জানান সুপ্রিমকোর্টের এই রায়ের বিরোধিতা করে এইদিন শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট এইদিন ডেপুটেশন প্রদান করতে গিয়েছেন। এইদিন পথ সভা থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেসান প্রদান করে। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় রাজ্য সরকার যেন সুপ্রিমকোর্টের এই রায়ের বিরোধিতা করে সুপ্রিমকোর্টে রিভিউ পিটিশন দাখিল করে।

