স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ অক্টোবর :ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ মিছিল ও সভা এস.এফ.আই-র। সম্প্রতি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধির ঘোষণা দেয়। পর্ষদের এই নয়া ফি স্ট্রাকচার প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যে সরব হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন।
শনিবার বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে পর্ষদের এই নয়া ফি স্ট্রাকচার বাতিলের দাবিতে রাজধানীতে এক মিছিল সংগঠিত করা হয়। মেলারমাঠ ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনিতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় পথ সভা। সংগঠনের নেতৃত্বরা জানান ৯ অক্টোবর মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষার ফি ৬ টি ক্যাটাগরিতে বৃদ্ধি করার ঘোষণা দেয়। ১০ অক্টোবর এসএফআই-র পক্ষ থেকে আগরতলা শ্রে মিছিল করে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করে দাবি জানানো হয় পর্ষদের না ফি স্ট্রাকচার বাতিল করার। তার জন্য ৭ দিনের সময় সীমা বেধে দেওয়া হয়। তাই এইদিন আগরতলা শহরে পুনরায় প্রতিবাদ মিছিল ও সভা করা হয়েছে।

