স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ অক্টোবর :শনিবার দুর্ঘটনায় পড়ল টিএসআর -এর গাড়ি। ভেঙে ফেলল রেশন শপ। ঘটনা উদয়পুর পুলিশ লাইন এলাকায়। গাড়িটি উদয়পুর পুলিশ লাইন এলাকায় চার নম্বর রেশন দোকানে টি এস আর গাড়ি টি ঢুকে পড়ে।তখন রেশন দোকানের মালিক সমর চন্দ্র দেবনাথ দোকানে না থাকায় অল্পতে রক্ষা পান তিনি।
খবর পেয়ে তিনি রেশনে এসে দেখেন তার রেশন শপ ভেঙে ফেলেছে টিএসআর -এর গাড়ি। তারপর তিনি খবর দেন খাদ্য দপ্তর এবং স্থানীয় থানায়। তারপর তারা ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু এই ঘটনায় কিছু টা সময়ের জন্য এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। পরবর্তী সময়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

