স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ অক্টোবর :রাজ্যে গত ১০ দিনে ত্রিপুরা পুলিশ গোয়েন্দা শাখা গুলির সঙ্গে সমন্বয় রেখে মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। এই ১০ দিনে মোট ১৫ টি এন ডি পি এস মামলা হাতে নিয়েছে এবং ১৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ উদ্ধার করেছে ৮৯৬ কেজি শুকনো গাঁজা, ৯০,৬১৭ টি নেশা জাতীয় কফ সিরাপের বোতল, ১৮০ টি ইয়াবা ট্যাবলেট ও ২৭.৭৮ গ্রাম হেরোইন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ত্রিপুরা পুলিশ রাজ্যকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে চেষ্টা করছে। মাদকচক্রের সঙ্গে যুক্ত সমস্ত মূল চক্রকারীদের আইনের আওতায় আনতে অটল। মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে আরো উল্লেখ করে বলেছেন, সরকার যুব সমাজকে মাদকমুক্ত ভবিষ্যৎ উপহার দিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দৃঢ়ভাবে কাজ করছে বলে জানান তিনি।

