স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : আবারো ভুল চিকিৎসার অভিযোগ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। শিশুকন্যার ভালো দাত ফেলে দিয়ে অভিযোগ মিথ্যা বলে দাবি করছেন দন্ত চিকিৎসক। তেলিয়ামুড়া থানা এলাকার মেলা পাথর এলাকার বাসিন্দা বিক্রম মজুমদারের সাড়ে আট বছর বয়সি শিশুকণ্যা দীপ্তিকা মজুমদারের দাঁতের ব্যাথা জনিত কারণে দাঁত ফেলার জন্য তার মা সাথে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের দন্ত বিভাগে চিকিৎসক লিপীকা দাসের কাছে যায়।
কিন্তু শিশুকণ্যা দীপ্তিকা মজুমদারের মায়ের অভিযোগ, পোকায় আক্রান্ত দাঁত না ফেলে শিশু কন্যা দিপ্তীকা’র ভালো দাঁত ফেলে দেন কর্তব্যরত চিকিৎসক। পরবর্তী সময় শিশুকন্যার মা বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে দন্ত চিকিৎসকের কক্ষের সামনে গিয়ে চিৎকার শুরু করেন। চিকিৎসকের এ ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য বিচার চান শিশু কন্যার মা।
অপরদিকে দন্ত চিকিৎসক লিপীকা দাসের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তবে এই দিনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।