স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ অক্টোবর : মেয়াদ উত্তীর্ণ ঔষধ দেওয়া হচ্ছে সরকারি হাসপাতালে ঘটনা কৈলাসহর মহকুমায়। ঘটনায় গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে রোগী ও তার আত্মীয় পরিজনদের মধ্যে। অভিযোগ কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অন্তর্গত জলাই গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত জলাই উপস্বাস্থ্য কেন্দ্র।
এখানকার সাধারণ মানুষ অভিযোগ করেন গত বেশ কিছুদিন ধরে জলাই উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ প্রেসার, ক্যালসিয়ামের ওষুধ সহ প্যারাসিটামল ট্যাবলেট বিলি করা হচ্ছে। অভিযোগ মেয়াদ উত্তীর্ণ ঔষধ খাওয়ার পর গ্রামের সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেন্টু মহিষ্য দাস জানান, তার মা বিনা মাহিস্য দাস জলাই উপ স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রেসার এর ট্যাবলেট এনে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন।
তখন পরিবারের নজর পরে এই মেয়াদ উত্তীর্ণ ট্যাবলেট এর উপর। পরবর্তী সময়ে গ্রামবাসীরা মেয়াদ উত্তীর্ণ ঔষধ সঙ্গে নিয়ে এই উপস্বাস্থ্য কেন্দ্রে গেলে স্বাস্থ্য কর্মীদের মধ্যে ব্যাপক কম্পন শুরু হয়ে যায়। পরবর্তী সময়ে মেডিকেল অফিসার দেবাশীষ দেববর্মার নির্দেশে চিকিৎসক সপ্তর্ষি চক্রবর্তীর নেতৃত্বে তিনজনের একটি তদন্তকারীর দল জলাই উপ স্বাস্থ্য কেন্দ্রে এসে তদন্ত শুরু করেন। মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে বলে স্বীকার করেছেন চিকিৎসক সপ্তর্ষি চক্রবর্তী। সংশ্লিষ্ট এই উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসারের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মত গুরুতর অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে সাত্ত দপ্তরের আধিকারিকরা কি পদক্ষেপ গ্রহণ করেন এবারে এটাই দেখার।

