স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : সংবিধান বাঁচাও, ত্রিপুরা বাঁচাও, শিক্ষা বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে ১০ সেপ্টেম্বর সারা ভারত ছাত্র ফেডারেশনের অষ্টম ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার সারা ভারত ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য পরিষদের পক্ষ থেকে রাজধানীর জুনুদাস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের এই কথা বলেন এ আই এস এফ -এর রাজ্য আহ্বায়ক শুভদীপ মজুমদার। ইতিমধ্যে সংগঠন বিভিন্ন বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং রাজ্য সম্মেলনের আগে বাকী বিভাগগুলোতে সম্মেলন অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলন থেকে ছাত্রছাত্রীদের বিজেপি সরকারের ছাত্র বিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হবে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন এ আই এস এফ প্রথম রাজ্য পরিষদের সদস্য বিভাষ ভট্টাচার্য, যুগ্ম আহ্বায়ক সায়ন পাল।