স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : শুক্রবার সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা উদযাপন করা হয়। এদিন রাজধানীর অভয়নগর স্থিত ২ নং বালিকা শিশু নিকেতনে অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। এই যোজনার আওতাধীন বিভিন্ন সুযোগ সুবিধা অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ আশা কর্মীদের মাধ্যমে গর্ভবতী মহিলাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ ও সচেতন মূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সান্তনা চাকমা বলেন, মূল লক্ষ্য হলো গর্ভবতী মা যাতে পুষ্টির অভাবে অসুস্থ না হয়। কারণ বহু গরিব অংশের গর্ভবতী মহিলা আর্থিক অভাব অনটনের কারণে পুষ্টিকর খাবার খেতে পারে না। এবং সুস্থ শিশুর জন্ম যাতে দিতে পারে সেদিকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী সান্তনা চাকমা। এদিন ১০ জন গর্ভবতী মহিলাকে প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা রেজিস্ট্রেশন করানো হয়। পাশাপাশি গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অন্তরা সরকার, দপ্তরের অধিকর্তা চন্দ্রানী বিশ্বাস।