স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : সি পি আই এম ভাটি অভয়নগর অঞ্চল কমিটির সদস্য গৌতম দেবের উপর বাইক বাহিনীর অতর্কিত হামলার প্রতিবাদে শুক্রবার পশ্চিম থানা ঘেরাও করল সি পি আই এম কর্মী সমর্থকরা। সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভের পর ওসির কাছে ডেপুটেশন প্রদান করেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটি নেতৃবৃন্দ। ডেপুটেশনের পর প্রতিনিধি দলে উপস্থিত সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস জানান, বৃহস্পতিবার রাতে বাইক বাহিনীর দূর্বৃত্তরা গৌতম দেবের উপর অতর্কিতভাবে হামলা চালায়।
ঘটনায় গুরুতর আহত হয়েছেন গৌতম দেব। তবে দুর্বৃত্তরা এখানে ক্ষান্ত থাকে নি। এলাকার পুজোর মন্ডপের উপরেও তারা হামলা চালায়। ভেঙে গুড়িয়ে দেয় চেয়ার টেবিল সহ বিভিন্ন সামগ্রী। কিন্তু এখন পর্যন্ত কোন দুষ্কৃতি গ্রেপ্তার হয়নি। তাই দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবিতে থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি পুলিশে ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, গত সাড়ে চার বছর ধরে পুলিশের কোন সক্রিয় ভূমিকা নেই। কোন দুর্বৃত্ত গ্রেপ্তার হচ্ছেনা। আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে। তাই পুলিশকে ভূমিকা নিতে দাবি জানিয়ে এদিন থানা ঘেরাও করা হয়। তারপরও যদি পুলিশ সক্রিয় ভূমিকা না পালন করে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি সুরে বলেন তিনি। ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সদস্য সুভাশিষ গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।