স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : বৃহস্পতিবার রাতে আচমকা লঙ্কার কান্ড সৃষ্টি হয় এন আই টি কলেজের আর্যভট্ট হোস্টেলে। এদিন কলেজ কমপ্লেক্সে গণেশ পূজাকে কেন্দ্র করে এই ঝামেলা সৃষ্টি হয়েছে বলে সূত্রের খবর। বহির্রাজ্যের ছাত্ররা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ছাত্রদের নিজ নিজ কক্ষে আটকে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জিরানিয়া থানার পুলিশ
ছাত্ররা এদিন নিজেদের কিছু আভ্যন্তরীণ সমস্যা নিয়ে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ছাত্ররা নিজেদের মধ্যে মারপিট শুরু করে। ঘটনায় আহত হয় কয়েকজন। কলেজে এ ধরনের সমস্যা কোন নতুন বিষয় নয়। পূর্বেও বহুবার এই ধরনের সমস্যা হোস্টেলে ছাত্রদের মধ্যে সৃষ্টি হয়েছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষের দায়সারা মনোভাবের কারণে পরিস্থিতি কিছুক্ষণ পরপরই নাগালের বাইরে চলে যায় বলে অভিযোগ। এ দিনের ঘটনায় কলেজের অন্যান্য ছাত্রীদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়।