স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ অক্টোবর :মঙ্গলবার সাত-সকালে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট নৌকাঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার এক যুবকের রহস্যজনক মৃতদেহ। এইদিন সকালে স্থানীয়রা রাস্তার পাশে মৃতদেহটি দেখতে পায়। সাথে সাথে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিসকে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ও.সি জয়ন্ত কুমার দে-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।
পরবর্তী সময় ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তেলিয়ামুড়া থানার ওসি জানান, মৃত যুবকের নাম ভজন দেবনাথ। বয়স আনুমানিক ৩৫ বছর। জানা গেছে মৃত যুবক নেশায় আসক্ত। পাশাপাশি সে এলাকায় ছোটখাটো চুরির সাথেও যুক্ত ছিল। তিনি আরও জানান ময়না তদন্তের রিপোর্ট আসার পর ভজন দেবনাথের মৃত্যু কি ভাবে হয়েছে তা জানা যাবে।

