Friday, March 21, 2025
বাড়িরাজ্যসরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে আহ্বান বিরোধী দলনেতার

সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে আহ্বান বিরোধী দলনেতার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ সেপ্টেম্বর : বৃহস্পতিবার সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে ত্রিপুরা রাজ্য ক্ষৌর কর্মী ইউনিয়নের সপ্তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি সম্মেলনে বক্তব্য রেখে বলেন, মানুষ বহু আশা নিয়ে রাজ্যে বর্তমান জোট সরকার প্রতিষ্ঠিত করেছিল।

সরকারটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যের সব অংশের মানুষের উপর গত সাড়ে চার বৎসরে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ নামিয়ে এনেছে। ফলে আর ঘরে বসে থাকলে চলবে না। সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট সুলভ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে। এবং এ সরকার তাকে উৎখাত করে মানুষের সমস্যা সমাধানের পথ বের করে আনতে হবে বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন আয়োজিত সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য