Tuesday, April 16, 2024
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৩.০

মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৩.০

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ সেপ্টেম্বর : সারা রাজ্যের মতো পশ্চিম ত্রিপুরা জেলাতেও শুরু হতে যাচ্ছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৩.০ । এই অভিযানের আওতায় থাকবে টিটেনাস ও ডিপথেরিয়া টিকাকরন কর্মসূচী, সাস কর্মসূচী, পোষণ অভিযান, ও.আর.এস এবং জিংক ট্যাবলেট, আয়রন ও ফলিক এসিড, অ্যালবেনডাজোল ট্যাবলেট।

বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে ০ থেকে ১৯ বছর বয়সীদের কাছে ৬ ধরনের স্বাস্থ্য পরিষেবাকে একসাথে পৌঁছে দেওয়া। এইবার সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানে ২ লক্ষ ৪৫ হাজার ৫০৮ জনকে অ্যালবেনডাজোল ট্যাবলেট, ২ লক্ষ ৪৬ হাজার ২০৬ জনকে আয়রন ও ফলিক এসিড এবং ৬১ হাজার ২২ জনকে ওয়ারেস প্যাকেট প্রদান করা হবে। এছারাও পোষণ অভিযান প্রকল্পে ওজন ও উচ্চতা মাপা হবে ৭১ হাজার ১৪৪ জনের। TD 10 ভ্যাক্সিন দেওয়া হবে ১৬ হাজার ২৯৮ জনকে এবং TD 16 ভ্যাক্সিন প্রদান করা হবে ১৭ হাজার ১৭২ জনকে। এই অভিযানে যুক্ত থাকবে মোট ১ হাজার ৭৪৯ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং ১ হাজার ৪০৫ জন আশা কর্মী। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য