Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যঅনিল সরকারের বিকল্প নেই : মানিক

অনিল সরকারের বিকল্প নেই : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট :  প্রয়াত কবি অনিল সরকারের ৮৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রাজধানীর ধলেশ্বর সিপিআইএম পূর্ব অঞ্চল কমিটির অফিসের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি প্রয়াত কবি অনিল সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি রক্তদান শিবিরের প্রশংসা করে বলেন, যাকে ভালোবাসা যায় এবং শ্রদ্ধা করা যায়, তাদের স্মৃতির উদ্দেশ্যে এরকম কর্মসূচির কোন বিকল্প নেই।

 এ ধরনের অনুষ্ঠানের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি এই ধারাটা উদ্যোক্তাদের বজায় রাখার জন্য আহ্বান জানান। প্রয়াত অনিল সরকার কমিউনিস্ট আন্দোলনের প্রথম সারির সংগঠক ছিলেন। এবং ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি গড়ে তোলার ক্ষেত্রে অনিল সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব ছিল। এর মাধ্যমে তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষকে সংগঠিত করেছিলেন। তাঁর এই অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তিনি। বর্তমানে প্রতিনিয়ত এ পিছিয়ে পড়া অংশের মানুষের উপর আক্রমণ হচ্ছে। যারা এই আক্রমণ নামিয়ে আনছে তাদের শত্রু ভাবার কোনো কারণ নেই। কিন্তু তারা আগামী দিনে বুঝবেন এবং বামপন্থীদের সাথে হাত মিলিয়ে রক্তদান শিবিরে অংশগ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন বিরোধী দল নেতা মানিক সরকার। পরবর্তী সময় রক্তদান শিবিরটি পরিদর্শন করেন বিরোধী দল নেতা মানিক সরকার এবং বিধায়ক রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি রক্তদাতাদের সাথে কথা বলে অভিনন্দন জানান বিরোধী দলনেতা মানিক সরকার। শিবিরে ৩০ জনের অধিক রক্তদান করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য