স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ আগস্ট : বুধবার আচমকা গুর্খাবস্তি স্থিত স্বাস্থ্য অধিকর্তার কার্যালয় পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। স্বাস্থ্য ভবনের কার্যালয়ের দ্বিতল ও ত্রিতলে থাকা বিভিন্ন কক্ষ ঘোরে দেখেন তিনি। কথা বলেন অফিসের কর্মী ও আধিকারিকদের সাথে। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তিনি স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী। তাই এ ধরনের পরিদর্শন তাঁর দায়িত্বে রয়েছে। তাই এদিন কাউকে না জানিয়ে আচমকা পরিদর্শনে এসেছেন। কর্মীদের সাথে কথা বলে সঠিক সময়ের মতো অফিসে আসার জন্য নির্দেশ দেন।
তিনি আরো বলেন, আগামী দিনে সকাল পৌনে দশটার সময় তিনি আচমকা পরিদর্শনে আসবেন। কেউ যদি সঠিক সময় মতো অফিসে না আসে, তাহলে পদক্ষেপ গ্রহণ করা হবে। এবং শুধু স্বাস্থ্য দপ্তরে নয়, আগামী দিনে যেকোনো দপ্তরে এভাবে আচমকা পরিদর্শনে যাবেন তিনি। কারণ জনগণের সেবা মূল লক্ষ্য বলে জানান তিনি। কর্মীদের পরামর্শ দেন যাতে কাজ সঠিক সময় হয়। দপ্তরের কোন কাজের জন্য যাতে মানুষের দুর্ভোগের শিকার হতে না হয়। সেদিকে বিশেষ নজর রাখার জন্য আধিকারিকদেরও নির্দেশ দেন। প্রত্যেক কর্মীকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি এই দিন স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় অনেক পুরনো হওয়ার বিষয়টি প্রত্যক্ষ করেন। খুব দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। যাতে কর্মীদের কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন স্বাস্থ্য দপ্তরে অন্যান্য আধিকারিকেরা।